ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ চলছে। তারা এক ঘণ্টা ধরে ভোট দেয়া থেকে বিরত রয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে নির্বিকার হল প্রশাসন। ভেতর থেকে কাউকে বাইরে আসতে দেখা যায়নি।
দেখা গেছে, রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীদের সঙ্গে সাধারণ ছাত্রীদের কথাকাটাকাটি হয়। দাঁড়ানো লাইন ভেঙে গেছে।
আনিকা নামে এক ছাত্রী বলেন, এ হলে যখন ছাত্রলীগের প্রার্থীরা আসেন তখন নারী নেত্রীরা স্লোগান দিয়ে নিয়ে যান, কিন্তু অন্যদের বাধা দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুরকে পিটিয়েছে ছাত্রলীগের নারী প্রার্থীরা। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
তিনি বলেন, ফাঁকা ব্যালট পাওয়া গেছে, যা বাক্সের ভেতর থাকার কথা, সেগুলো ট্রাংকে পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট সকাল ৮টায় শুরু হলেও সকালে রোকেয়া হলে শুরু হয় এক ঘণ্টা পরে। সকাল ৯টায় শুরু হওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, প্রক্রিয়াগত জটিলতায় এমনটি হয়েছে। রোকেয়া হলের প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার বলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে ভোটগ্রহণ শুরুতে দেরি হয়েছে।
তবে সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্রার্থীরা দাবি করেছেন, অন্য প্রার্থীরা জটিলতা তৈরি করেছিলেন।
অন্য প্রার্থীরা অভিযোগ করেছেন, নিয়ম অনুযায়ী ব্যালট বাক্স নাম্বারিং ও ফাঁকা দেখিয়ে ভোট শুরু করতে হবে। তবে সেটা করা হয়নি।